বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তির রাত থেকে শুরু হওয়া আল্পনা আঁকা শেষ হয়েছে পহেলা বৈশাখের ভোরে।
শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সকাল ৭টায় বনানী ১১ ঘুরে দেখা যায়, সাদা-লাল-হলুদ-নীলরঙে ১১ নম্বর সড়কের উভয়পাশ এখন আল্পনাময়।
![বনানী ১১ নং সড়কে আল্পনা](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/design-bg20170414084314.jpg)
বনানী ১১ ছাড়াও জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয় সড়কে যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও একটি পেইন্টস কোম্পানি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ‘আলপনায় বাংলাদেশ’ নামের কর্মসূচি উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, এপ্রিল ১৪ ২০১৭
এসএ/জেডএস
**রাজধানীর রাতে বর্ষবরণের আলপনা উৎসব