ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের তু‌লির আঁচড়ে আল্পনাময় বনানী ১১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
শিক্ষার্থীদের তু‌লির আঁচড়ে আল্পনাময় বনানী ১১ আঁচড়ে আল্পনাময় বনানী ১১- ছবি- জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর বনানী ১১ নম্বর সড়ক পুরোটাই বৈশাখী আল্পনায় ফু‌টিয়ে তুলেছেন বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যালয়ের তিনশতা‌ধিক শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রা‌ন্তির রাত থেকে শুরু হওয়া আল্পনা আঁকা শেষ হয়েছে পহেলা বৈশাখের ভোরে।

শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের সকাল ৭টায় বনানী ১১ ঘুরে দেখা যায়, সাদা-লাল-হলুদ-নীলরঙে ১১ নম্বর সড়কের উভয়পাশ এখন আল্পনাময়।

এতে আঁকা হয়েছে ফুল, পাখিসহ বিভিন্ন ধরনের নকশা। বনানী ১১ নং সড়কে আল্পনাশান্তা মা‌রিয়াম বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী নীতা জানান, রাজধানীর প্রায় সব বেসরকা‌রি বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর আল্পনা আঁকার কাজে অংশ নেয়। শিক্ষার্থীরা স্বেচ্ছায় একাজে অংশ নেন।

বনানী ১১ ছাড়াও জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয় সড়কে যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও একটি পেইন্টস কোম্পানি।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ‘আলপনায় বাংলাদেশ’ নামের কর্মসূচি উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, এ‌প্রিল ১৪ ২০১৭
এসএ/জেডএস

**রাজধানীর রাতে বর্ষবরণের আলপনা উৎসব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।