শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক করে করে একই স্থানে গিয়ে শেষ হয়।
শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর সবাই মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
শহরের অফিসার্স ক্লাব চত্বরে প্রভাতি বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটার ও সুরের ধারাসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব এম মোকাম্মেল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/