ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বর্ষবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বর্ষবরণ ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ-ছবি: বাংলানিউজ

ভোলা: নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় উদযাপিত হচ্ছে বর্ষবরণ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক করে করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর সবাই মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

শহরের অফিসার্স ক্লাব চত্বরে প্রভাতি বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটার ও সুরের ধারাসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব এম মোকাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।