কড়া পুলিশি তল্লাশির মধ্যদিয়ে একে একে সারিবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর কাকরাইল সংলগ্ন সড়কে পুলিশের তল্লাশি গেটে সরেজমিনে এমনটাই দেখা গেছে।
দর্শনার্থীদের একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন পুলিশ সদস্যরা। কেন ব্যাগ নিয়ে যেতে দিচ্ছেন না, ব্যাগ কই রেখে যাবো? ব্যাগ রাখার কোনো ব্যবস্থা কি আছে আপনাদের পক্ষ থেকে? যদি না থাকে বা না রাখেন তবে ব্যাগ নিয়ে কেন প্রবেশ করতে দিচ্ছেন না?
এই গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন পুলিশের সহকারী কশিশনার (এসি) মো. আহাদ।
তিনিই দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দেন। বলেন, এটা নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। আগেই তো সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে কোনো প্রকার ব্যাগ নিয়ে অনুষ্ঠানস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনাদের তো ব্যাগ নিয়ে আসতে না করা হয়েছে, ব্যাগ রেখে আসলে তো এই কথাগুলো হতো না।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা এপ্রিল ১৪, ২০১৭
এসজেএ/আইএ