ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় পুলিশের সোর্সকে লক্ষ্য করে গুলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
কলারোয়ায় পুলিশের সোর্সকে লক্ষ্য করে গুলি

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সোর্স আক্তারুলকে লক্ষ্য করে গুলি করেছে মাদক চোরাকারবারীরা।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়ার আইয়ুবের ভাটার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সীমান্ত পথে দু'টি মোটরসাইকেলে করে দুই বস্তা ফেনসিডিল নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন চন্দনপুরের আব্দুল্লাহ, সুখচান ও ইশারুলসহ চার চোরাকারবারী।

তারা গয়ড়ার আইয়ুবের ভাটার মোড়ে এলে তাদের গতিরোধ করে একই ইউনিয়নের রামভাদ্রপুরের পুলিশের সোর্স আক্তারুল। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা আক্তারুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যান। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।