ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য বর্ষবরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য বর্ষবরণ লক্ষ্মীপুরে বর্ণাঢ্য বর্ষবরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ (বাংলা ১৪২৪) অনুষ্ঠান করা হচ্ছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে বর্ষবরণে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানসহ শিক্ষকরা।

এছাড়াও ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসান জনি বাপ্পি, যুগ্ন-আহ্বায়ক জিহাদসহ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।