বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ কাঞ্চনশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের আবুল কাসেমের স্ত্রী।
আহত কাসেম আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে স্থানীয় নির্ভরযোগ্য একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, তারা সপরিবারে বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে নুরজাহানের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্বামী কাসেম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ