ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জরিমানা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রকাশ্যে মদপানের অপরাধে দুই মদকসেবীর প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরার ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের দুলাল ঠাকুরের ছেলে মলয় ঠাকুর (৪০) ও বালাতারী গ্রামের মৃত মোকলেছ আলীর ছেলে ইউসুফ আলী (৪১)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, বালারহাট বাজারের গরুহাটি এলাকায় মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করায় মঙ্গলবার দিনগত রাতে ফুলবাড়ী থানা পুলিশ তাদের আটক করে। পরে বুধবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে খালাস পায় তারা।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।