ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রংপুরে তিনটি গ্রেনেড উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
রংপুরে তিনটি গ্রেনেড উদ্ধার

রংপুর: রংপুর নগরীর আশরতপুর চকবাজার এলাকায় একটি বাড়ির মাটির নিচ থেকে তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বাড়ি নির্মাণের জন্য মাটি খোড়ার সময় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে বুধবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে গ্রেনেড ৩টি উদ্ধার করে পুলিশ।  রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নগরীর আশরতপুর চকবাজার এলাকায় তোফায়েলের বাড়িতে নির্মাণ কাজের জন্য গর্ত খোড়ার সময় ককটেল ৩টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি গ্রেনেড উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গ্রেনেডগুলো সম্ভবত যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ফেলে রেখে যাওয়া।

গ্রেনেড গুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তারপরও এগুলোকে বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।