ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
চিরিরবন্দরে নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে ছাত্রের মৃত্যু চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল (ফাইল ফটো)

দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নির্মাণাধীন ভবনের সপ্তমতলা থেকে মাথায় কাঠ পড়ে রুবায়েত জামিল প্লাবন (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রুবায়েত ওই স্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্র এবং বিরামপুর উপজেলার পৌর এলাকার এমদাদুলের ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে ওই স্কুলের মাঠে খেলাধুলা করার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বুধবার সকালে তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে স্কুলের মাঠে খেলাধুলা শেষে ক্লাসে যাওয়ার সময় ওই নির্মাণাধীন ভবনের সপ্তমতলা থেকে সার্টারের কাঠ মাথায় পড়লে গুরুতর আহত হয় রুবায়েত। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।