ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের এখনো কলঙ্কমোচন হয়নি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
দেশের এখনো কলঙ্কমোচন হয়নি দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক-ছবি: বাংলানিউজ

সাভার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর করা হলেও দেশের এখনো কলঙ্কমোচন হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার বর্তমান সরকার করেছে।

তবুও এ কলঙ্ক আমাদের সারাজীবন নিয়ে চলতে হবে, এ কলঙ্কমোচন হওয়ার নয়। কিন্তু আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি তাহলে আমার মনে হয়, যে অন্যায় তার প্রতি করা হয়েছে, যে গাদ্দারি তার সঙ্গে হয়েছে, সেই দায় কিছুটা হলেও শোধ হবে।

এসময় তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান।

দুই মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন স্থানের ৩০ জন সাব রেজিস্ট্রার অংশ নেন। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।