ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
রাজশাহীতে টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি রাজশাহীতে টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

রাজশাহী: টানা তাপদাহের রাজশাহী মহানগরীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। সকাল থেকে মেঘলা আবহাওয়ার পর দুপুর ১টার দিকে প্রশান্তির এই বৃষ্টি নামে।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত একটানা মাঝারি বর্ষণে প্রাণ ফিরে পায় রুক্ষতায় ভরা সবুজ প্রকৃতি। চৈত্রের প্রখরতায় তৃষ্ণার্ত হয়ে ওঠা পশু-পাখিরা বৈশাখী ধারায় যেন হাঁফ ছেড়ে বাঁচে।

এই বৃষ্টি আশীর্বাদ হয়ে বর্ষেছে আম গাছের ওপর। তাপদাহের কারণে যারা আমগাছে সেচের কথা ভাবছিলেন তাদের দুশ্চিন্তা দূর হয়েছে। তবে বর্ষণের প্রভাবে নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন রাস্তা হাঁটু পানিতে ডুবে যায়। তবে বৃষ্টিতে মানুষের মনে প্রশান্তি আসায় সাময়িক জলাবদ্ধতার ভোগান্তি গায়ে মাখছে না কেউ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজিব খান বাংলানিউজকে জানান, বুধবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মহানগরীতে মাঝারি বৃষ্টি হয়েছে। এ সময় ১৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।   আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বেলা ৩টায় ৯১ শতাংশ।
 
এক প্রশ্নের জবাবে রাজিব খান বলেন, এটি মৌসুমী বৃষ্টি। রাতেও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। পুরো বৈশাখ মাস এভাবেই চলতে পারে বলেও জানান তিনি।

এদিকে, চৈত্র জুড়েই চলছিল মাঝারি তাপদাহ। এতেই দুর্বিষহ হয়ে উঠেছিল রাজশাহীর জনজীবন। অবশেষে বুধবার দুপুরের এক পশলা বৃষ্টি নগরজীবনে স্বস্তি ফিরিয়ে আনে। এতে তাপমাত্রাও কমে আসে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি বাংলানিউজকে বলেন, মাঠে বোরো ফসল রয়েছে। তাই বৃষ্টির খুব প্রয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে গাছে আম রয়েছে। আজকের  বৃষ্টির আম গাছের জন্য সেচের কাজ করবে। শিলাবৃষ্টি হয়নি। তাই এই বৃষ্টিতে ধান ও আমের উপকার হয়েছে বলে উল্লেখ করেন ঊর্ধ্বতন এই কৃষি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।