বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
নীলফামারী সদর থানার উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দুপুরে আনারুল মোটরসাইকেলে করে বাড়ির যাচ্ছিলেন। এসময় ডোমার থেকে রংপুরগামী এইচ এ এন্টারপ্রাইজ নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই