বুধবার ( ১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বাংলানিউজকে জানান, বিকেলে মুসা বিন শমসেরের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিন মাস নয় বড়জোর ১৫ দিনের সময় পেতে পারেন মুসা বিন শমসের। এর বাইরে তাকে আর কোনো সময় দেওয়া হবে না।
জালিয়াতি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়ি রেঞ্জ রোভার ব্যবহার করায় কথিত ‘ধনকুবের’ প্রিন্স মুসা বিন শমসেরকে ২৩ মার্চ বৃহস্পতিবার তলব করে শুল্ক গোয়েন্দা অধিদফতর। ২০ এপ্রিল বিকেল ৩টায় শুল্ক গোয়েন্দা সদর দফতরে তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে ভোলা বিআরটিএ-তে নিবন্ধন (ভোলা ঘ ১১-০০৩৫) গ্রহণকারী ফারুকুজ্জামান চৌধুরীকেও তলব করা হয়।
ওই ঘটনার অনুসন্ধান ও তদন্তের স্বার্থে দফতরের উপ-পরিচালক এইচ এম শরিফুল হাসান ও রাজস্ব কর্মকর্তা ইয়াকুত জাহিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি মুসা ও ফারুকুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করবে।
মঙ্গলবার (২১ মার্চ) শুল্ক গোয়েন্দার একটি ১৫ সদস্যের অভিযানিক টিম শমসের বিন মুসার ব্যবহারকৃত রেঞ্জ রোভার গাড়িটি জব্দ করে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯,২০১৭
এসজে/জেডএস