সাতক্ষীরা: দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার চন্দনপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আশিকুজ্জামান দেরিতে স্কুলে আসায় বেত দিয়ে প্রধান শিক্ষক আনছার আলী বেধড়ক পেটান।
এতে আশিকুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর খালাম্মা সাজেদা খাতুন বাদী হয়ে ১৭ এপ্রিল কলারোয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বিকেলে আনছার আলীকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।