ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার রামপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মো. হুমায়ুন কবির (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

হুমায়ুন কবির উপজেলার তিলাইন গ্রামের কায়কবাদ হোসেনের ছেলে ও বুনিয়াদপুর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে বাইসাইকেল যোগে মাদ্রাসায় যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় হুমায়ন কবির।

তাংক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে ওই মাদ্রাসা ছাত্রকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।