ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়িমারী স্থলবন্দরে দুর্বৃত্তদের হামলায় আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বুড়িমারী স্থলবন্দরে দুর্বৃত্তদের হামলায় আহত ১ বুড়িমারী স্থলবন্দরে দুর্বৃত্তদের হামলায় আহত ১

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অবৈধ পণ্য আমদানির প্রতিবাদ করায় কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সোহেল (৩০) নামে একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোহেল রানা বন্দরের শুল্ক বিভাগে অফিস সহকারী হিসেব কর্মরত।

তিনি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্রায় দেড় লাখ টাকার ভারতীয় কসমেটিকস ভর্তি ল্যাগেজ আটক করেন। এসময় দুর্বৃত্তরা কাস্টমস কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার পর কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাকিবুল ইসলাম বাদী হয়ে আমিনুর রহমান, বাবুল, রুবেল ও রফিকুলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে পাটগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এ মামলার অন্যতম আসামি রুবেলকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রুবেলের সঙ্গীরা বুধবার বিকেলে আবারও কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালান। এতে সোহেল আহত হন।

ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাস্টমস অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনিশংকর কর বাংলানিউজকে জানান, রুবেল নামে এক আসামিকে গ্রেফতারের পর কাস্টমস অফিসে একটু হট্টগোল হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিত শান্ত করেছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার রেজভী আহমেদ বাংলানিউজকে জানান, আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।