ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নগরীজুড়ে স্বস্তির বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
নগরীজুড়ে স্বস্তির বৃষ্টি নগরীজুড়ে স্বস্তির বৃষ্টি- ছবি- দিপু ‍মালাকার

ঢাকা: সকাল থেকে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বয়ে যাচ্ছে তাপদাহ। গগনের কোথাও ছিল না মেঘের অস্তিত্ব। 

অবশেষে বুধবার (১৯ এপ্রিল) বিকেলের পর থেকে এর পরিসমাপ্তি ঘটিয়ে শুরু হয় বৃষ্টি। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নগরবাসী।

বৃষ্টিসহ ঢাকায় বইছে অস্থায়ী ঝড়ো হাওয়া।
 
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে গেছে। দমকা হাওয়ার ফলে কোথাও কোথাও তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ফলে ধুলোবালিসহ নগরবাসী মুক্তি পেয়েছেন তাপদাহ থেকে। নগরীজুড়ে স্বস্তির বৃষ্টি- ছবি- দিপু ‍মালাকার
 
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এছাড়াও ডিমলায় ১৬ ও চুয়াডাঙ্গা ১৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অধিদফতর জানায়, গত ছয় ঘণ্টায় রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

এছাড়া ঢাকা, বরিশাল, খুলনা, ফরিদপুর, রংপুর, টাঙ্গাইল, কুষ্টিয়ায় নদী বন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।