ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা, ঢাকায় বজ্রবৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা, ঢাকায় বজ্রবৃষ্টি ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ/ছবি: দীপু মালাকার

ঢাকা: আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গিয়ে রাজধানী ঢাকায় অঝোরে ঝরলো বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়। আর কর্মস্থল থেকে বের হয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও উত্তরাঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এই পরিমাণ আগামী দু’একদিন আরও বাড়বে।

আর দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় ১৯-২৪ এপ্রিল ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৈশাখের ষষ্ঠ দিন বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। দিনের আলোতেই যেন অন্ধকার নেমে আসে। উত্তর-পশ্চিম কোণ থেকে আসে বাতাস। শেষমেষ শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বয়ে যেতে শুরু করে ঝড়ো হাওয়া।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ঢাকায় অঝোরে ঝরছিল বৃষ্টি।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পরিমাণ আগামী দু’একদিন আরও বাড়বে।

ভারী বর্ষণের সতর্কবাণী
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানিয়েছেন, বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় ১৯-২৪ এপ্রিল ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় এই অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

৭২ ঘণ্টায় বাড়বে বৃষ্টি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরে বিস্তার লাভ করছে।

ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

** নগরীজুড়ে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।