ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঝড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টা থেকে ওই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান,  নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে।

তবে ঝড়ো হাওয়ায় সাময়িক সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েনি।  

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ ও ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফের নৌযান চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।