বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তথ্য জানান। সাদ্দাম উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাকশিয়া গ্রামের আকবর আলী মণ্ডলের কবরস্থানের পাশে ৠাব অভিযান চালায়। এসময় ৮০ পিস ইয়াবাসহ সাদ্দামকে আটক করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি