ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালুখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
কালুখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক কালুখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তথ্য জানান। সাদ্দাম উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাকশিয়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাকশিয়া গ্রামের আকবর আলী মণ্ডলের কবরস্থানের পাশে ৠাব অভিযান চালায়। এসময় ৮০ পিস ইয়াবাসহ সাদ্দামকে আটক করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।