ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় অবৈধ যানবাহন বন্ধে অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
কুষ্টিয়ায় অবৈধ যানবাহন বন্ধে অভিযান, জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 

বুধবার (১৯ এপ্রিল) দিনব্যাপী কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বটতৈল ও চৌড়হাস এবং কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়কের মঙ্গলবাড়ীয়া ও কানাবিল মোড়ে অভিযান চালানো হয়। এসময় ১৩ জন অবৈধ যানবাহন মালিককে আটক করে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি এস এম মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, মহাসড়কে শ্যালো ইঞ্জিন ও ব্যাটারি চালিত আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি, পাখি ভ্যানসহ বিভিন্ন ধরনের অবৈধ তিন চাকার যানবাহন মহাসড়কে চলাচল করায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তাই এসব অবৈধ ফিটনেস ও লাইসেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে "মোটরযান অধ্যাদেশ-১৮৬১" আইনের বিভিন্ন ধারায় অভিযান চালানো হচ্ছে।  

মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।