বুধবার (১৯ এপ্রিল) সকালে হাপানিয়া সীমান্তের ২৩১/৪/এস সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রমজান আলী পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
নওগাঁর নীতপুর কোম্পানি কমান্ডার সুবেদার রহমতুল্লাহ বাংলানিউজকে জানান, সকালে রমজান নিজের জমিতে ধান ক্ষেত দেখতে যায়। এ সময় ভারতের ৬০ ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
রমজান আলীকে ফেরত আনার জন্য বিকেলে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাবে তারা জানিয়েছেন বৃহস্পতিবার (২০ এপ্রিল) যেকোন সময় দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি