বুধবার (১৯ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার চর মার্টিন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবদুর রহিম উপজেলা চর মার্টিন গ্রামের তোফায়েল আহাম্মদের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মাদ্রাসাছাত্রী নিজদের বসতঘরে অবস্থান করছিলো। ঘরে অন্য কেউ না থাকায় প্রতিবেশি রহিম ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ধষর্ণের অভিযোগে আবদুর রহিমের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএটি/এমজেএফ