ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সোমা-মঈনুলের নেতৃত্বে আরএফইডি’র কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
সোমা-মঈনুলের নেতৃত্বে আরএফইডি’র কমিটি সোমা-মঈনুলের নেতৃত্বে আরএফইডি’র কমিটি

ঢাকা: বাংলাদেশ নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি দুই বছরের জন্য ((২০১৭-২০১৮) গঠন করা হয়েছে।

সম্প্রতি আরএফইডি’র সদস্যদের সর্বসস্মতিক্রমে তিন সদস্যের কমিটি করা হয়েছিল। বুধবার (১৯ এপ্রিল) সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটির সভাপতি- সোমা ইসলাম (চ্যানেল আই), সহ-সভাপতি- সাজ্জাদ হোসেন (বাসস) ও শারমিন ইব্রাহিম লুনা (বাংলা ভিশন), সাধারণ সম্পাদক- মঈনুল হক চৌধুরী (বিডি নিউজ২৪ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক- কাজী জেবেল (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক- সাইদুর রহমান (ইত্তেফাক), অর্থ সম্পাদক- গোলাম রাব্বানী (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক- ইকরাম-উদ দৌলা (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), সহ-দপ্তর সম্পাদক- মো. হুমায়ূন কবীর (পরিবর্তন ডটকম)।
 
সদস্য পদে রয়েছেন-  কাজী হাফিজ (কালেরকণ্ঠ), হারুণ আল রশীদ (প্রথম আলো), গনি আদম (এটিএন নিউজ), নিয়াজ মোর্শেদ (মাছরাঙ্গা), মসিউর রহমান খান (সমকাল), গাজী শাহ নেওয়াজ (প্রতিদিনের সংবাদ), আসমা মিতা (ইন্ডিপেন্ডেন্ট), একরামুল হক সায়েম (এটিএন বাংলা), মোহাম্মদ সাইফুল্লাহ (ইউএনবি),  মো. আরিফুল ইসলাম (যমুনা নিউজ ২৪.কম)।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ইইউডি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।