বুধবার (১৯ এপ্রিল) ডিএনসিসি কার্যালয়ে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিএনসিসি, রাজউক, জেলা প্রশাসন (এল এ শাখা), গুলশান সোসাইটি এবং অধিগ্রহণকৃত এলাকার ২৮ জন জমি ও ভবনমালিক উপস্থিত ছিলেন।
গত ১৫ বছর ধরে আটকে থাকা শাহজাদপুর লেকপাড়ের প্রস্তাবিত ৩০০ ফুট দৈর্ঘ্যের এ সংযোগ সড়ক নির্মাণের জন্য ৫০ ফুট প্রস্থের জমি অধিগ্রহণ প্রয়োজন হবে।
মেয়রের আশ্বাসে বিভিন্ন আইনি জটিলতায় এতকাল আটকে থাকা জমির অধিগ্রহণ বিষয়ে জমির মালিকরা মামলা উঠিয়ে জনস্বার্থে রাস্তা তৈরির কাজে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। জমি ও ভবনমালিকরা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় মেয়র তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন , এ স্বার্থত্যাগের মাধ্যমে তারা যে উদাহরণ সৃষ্টি করলেন সেটি এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। তিনি এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে আগামী শনিবার (২২ এপ্রিল) রাস্তার কাজ উদ্বোধন করবেন। এ রাস্তা তৈরি হলে হাতিরঝিল থেকে গুলশানে প্রবেশ না করে সরাসরি বারিধারা হয়ে বাড্ডা যাওয়া সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসএম/এমজেএফ