ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
সৈয়দপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ।

সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সৈয়দপুর শাখার সভাপতি লায়ন নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-দুদকের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আব্দুল করিম, সহকারী পরিচালক বীরকান্ত রায়, নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।  

উপজেলা পর্যায়ের ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, সমবায় অফিস, সমাজসেবা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, পানি উন্নয়ন বোর্ড, আয়কর বিভাগ, কাস্টমস ও ভ্যাট বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে ও সৈয়দপুর পৌরসভাসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দেন।  

এসময় সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে যারা ঘুষ দাবি, হয়রানি বা দুর্নীতির শিকার হয়েছেন, তাদের হয়রানির বিবরণ শুনে সমাধানও করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর ও সৈয়দপুর উপজেলা প্রশাসন যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ৯১০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।