বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের দক্ষিণ সাগরদীর গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শান্তা ওই এলাকার দিনমজুর বশির হাওলাদারের মেয়ে এবং রূপাতলী এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক শাখার ছাত্রী।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, শান্তা নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
স্বজনরা বিষয়টি টের পেয়ে সন্ধ্যায় তাকে উদ্ধার করে বরিশাল শেল-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শান্তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) আবু তাহের বলেন, মৃতদেহের সুরতহাল শেষে মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে অভিমান করে এমনটা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমএস/জেডএস