বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৭টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল শুরু হয়। এর আগে সন্ধ্যা সোয়া ৬টা থেকে ওই নৌরুটে সকল প্রকারের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে জানান, পাটুরিয়ায় যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। তবে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের তেমন দীর্ঘ লাইন নেই।
দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে জানান, সোয়া এক ঘণ্টা নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, ঝড়ো আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে সোয়া এক ঘণ্টা সাময়িকভাবে লঞ্চ ও ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া সচ্ছ হলে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি