বুধবার (১৯ এপ্রিল) সকালে একই গ্রামে ফজলুল হকের বাড়ির পাশের সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের সড়কে ফজলুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
তিনি আরো জানান, প্রতিবেশী ইসলাম খাঁ’র সঙ্গে ফজলুল হকের বিরোধ চলছিল। এর আগে ফজলুল হককে হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা। সকালে তারাই ফজলুল হককে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে দাবি করেছে নিহত ব্যক্তির পরিবার। মরদেহ পাওয়ার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই