বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আক্তার হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়।
স্থানীয়রা জানায়, বিকেলে ফতেহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালক আক্তার হোসেন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আক্তার হোসেনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আউয়াল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসএইচডি/এসআই