বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও আশুলিয়ার ডিইপিজেডের দুটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কারখানাটির ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা করা হচ্ছে। কারখানাটিতে প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, প্লেট, চামচ তৈরি করা হতো। ভেতরে প্রায় সবগুলো মেশিন পুড়ে গেছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কীভাবে কারখানাটিতে আগুন লেগেছে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানান তরিকুল ইসলাম।
** সাভারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরআইএস