বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের রিজার্ভ বাজার ও বনরূপা বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বেলাল (২৫) সাদ্দাম হোসেন (২৭)।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরূপা এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীকে তল্লাশি করা হয়। এসময় এক হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। অপরদিকে, শহরের রিজার্ভ বাজারস্থ মসজিদ কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ বেলালকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এনটি