বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
তার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বেপারীবাড়ি গ্রামে।
কাজলী বেগমের ছেলে মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, গ্রামের বাড়ি যাওয়ার জন্য মাকে সঙ্গে করে উত্তরা আব্দুল্লাহপুরে আসেন। রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
ঢামেক পুলিশ বক্সের হাবিলদার বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
বিএস