বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।
ইভা বরিশাল সদর উপজেলার রুপাতলী এলাকার আলামিন মল্লিকের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার ভাতাড়িয়া এলাকার ইয়াসিন উদ্দিনের বাড়িতে ইভা-আলামিন ভাড়া থাকতেন। আলামিন চন্দ্রা এলাকায় একটি ইলেকট্রনিকস পণ্য তৈরির কারখানায় চাকরি করেন। সকালে আলামিন কর্মস্থলে চলে যান। দুপুর ১২টার দিকে স্থানীয় এক নারী ওই বাসার পাশ দিয়ে যাওয়ার পথে আলগা মাটির স্তুপের নিচে হাত দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে ইভার মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আরএস/আরআর