বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মহানগরীর রাজারহাতা এলাকার অজিত চন্দ্র দাসের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, নয়ন বিদ্যুতের খুঁটিতে উঠে রাতে বিলবোর্ড লাগাচ্ছিলেন।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে রামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসএস/আরআর