বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নলছিটি উপজেলাধীন বরিশাল-ঝালকাঠি সড়কের রায়াপুর বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-বরিশালের উজিরপুর উপজেলার বিপ্লব দাস, বরগুনার পাথরঘাটা উপজেলার জহিরুল ইসলাম ও বরিশাল নগরের সজল দাস।
ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে বরিশালের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএস/আরআর