বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার প্রদীপ বড়ুয়া (৩৬), দরদরী এলাকার বড়ুয়া পাড়ার মনোরঞ্জন বড়ুয়া (৩২), রুপসীপাড়া বাজারের মো. জসিম (৩১) ও মোহাম্মদপুর পাড়ার মো. মাহাবুব (৩৩)।
আহতরা জানান, চাঁদা না দেওয়ায় অস্ত্রধারী কয়েকজন ডলুঝিরি এলাকায় তাদের আটক করে বেধড়ক মারধর করে। এসময় ধারালো ছুরি দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা ধাওয়া দিলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরআর