মাদকাসক্ত রিংকু ইসলাম (১৮) উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মো. শরিফ ইসলামের ছেলে। সকালে ডাঙ্গারহাটে মাদক সেবন করছিলেন রিংকু এসময় তার মা পুলিশ নিয়ে গিয়ে তাকে ধরিয়ে দেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, রিংকু কিছুদিন আগে মাদক সেবনে জড়িয়ে পড়েন। বিষয়টি তার মা লিখিতভাবে থানায় জানালে পুলিশ গিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পরে আটক রিংকুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরএ