এদের মধ্যে সাতজনকে খুলনা থেকে ও দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত থেকে শুক্রবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চলতি বছরের ১ জানুয়ারি তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৭৫।
খুলনা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর (৬৭), রওশন আলী গাজী (৭২)। তাদের সবার বাড়ি জেলার ডুমুরিয়া উপজেলায়। ঢাকা থেকে গ্রেফতাররা হলেন- নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্নিয়া ও রানাই এবং মহানগরীর গল্লামারী এলাকা থেকে খুলনার সাতজনকে গ্রেফতার করা হয়। এই মামলায় নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে একই সময়ে গ্রেফতার করা হয়।
মামলায় মোট ১১ জন আসামির মধ্যে নয়জনকে গ্রেফতার করা হলো।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমআরএম/এএটি/বিএস