বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে তেজগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান, নিহত শাহাজাহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খাদেম মিয়ার ছেলে।
তেজঁগাও রেলওয়ে কলোনির (খেলাঘড় মাঠের পূর্ব পাশে) একটি রুমে শাহাজাহান ভাড়া থাকতেন। গত রাতে দরজা ভেঙে শাহাজাহানের পচনশীল মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, স্ট্রোকজনিত কারণে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এজেডএস/এএটি/জেডএস