শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাইদুল ইসলাম এ জরিমানা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- গোলাকান্দাইল এলাকার মান্নান মিয়ার ছেলে অপু, ইমান উল্লাহর ছেলে এমরান মীর, আজগর আলীর ছেলে দেলোয়ার হোসেন, মালেক মিয়ার ছেলে আবির।
ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর শহিদুল হক আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জুয়া খেলার সময় চার জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে নগদ ১০০ টাকা করে জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি