শুক্রবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায়, নৌবাহিনীর তিন সদস্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বান্দ্রা এলাকায় কলাপাড়া থেকে পটুয়াখালীগামী যাত্রীবাহী বাস আল্লার দান (ঢাকা মেট্রো-ঝ-১১-০৭১৮) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নৌবাহিনীর নাবিক ফুয়াদ হোসেন এবং আবদুস সাদেক মারা যান এবং আহত হন এনামুল হক।
কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আমতলীতে নিয়ে আসে এবং গুরুতর আহতাবস্থায় অপর সদস্য এনামুল হককে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে এনামুলেরও মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭/আপডেট:১৭২৮
আরএ