শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাঙালি জাতিসত্তা ও বাংলা বর্ষবরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু সংকীর্ণ মৌলবাদী গোষ্ঠী এটিকে বিচ্ছিন্ন করতে প্রয়াস চালাচ্ছে।
তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রায় দেশসহ সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হয়। যারা বলছেন, বাঙালির মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের সাংঘর্ষিক অবস্থান রয়েছে তারা আসলেই ধর্ম ও বাঙালি সংস্কৃতি বোঝেন না।
আরেফিন সিদ্দিকী বলেন, বাংলা বর্ষবরণের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। যারা মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মকে যুক্ত করেন তারা আসলেই ধর্ম বোঝেন না।
সংগঠনের সভাপতি ড. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এমএফআই/ওএইচ/জেডএস