নিখোঁজ আল আমিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গদা হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র।
আদিতমারী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাইফবিল্লা বাংলানিউজকে জানান, তিনদিনের ছুটি শেষে ১৭ মার্চ মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আল আমিন।
এরই মধ্যে আল আমিনের নিখোঁজ হওয়ার ৩৫ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে নিখোঁজ আল আমিনের বাবা ভুট্টু মিয়া লালমনিরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, ছেলে মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়লেও মাঝে মধ্যে বাড়িতে আসতো। কিন্তু গত ছুটিতে বাড়িতে এলেও তাকে আনমনা দেখা যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, জিডির খবর সব থানায় পৌঁছানো হয়েছে। তার খোঁজ পেতে চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/আরএ