ভোলা: নোংরা পরিবেশ এবং লাইসেন্স নবায়ন না করার দায়ে ভোলা সদরের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ জরিমানা করেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর ডিএডি মো. জামান বাংলানিউজকে বলেন, র্যাব সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি দল বিকেলে শহরের সদর রোডের বাংলা স্কুল মোড় সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।
এসময় নোংরা পরিবেশ এবং লাইসেন্স নবায়ন না করায় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।