শুক্রবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
শাকির জোবায়ের খান টুটুল ঢাকার গুলশান আবাসিক এলাকার ফিরোজ খানের ছেলে।
নিহত টুটুলের দুলাভাই মো. সরোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কয়েকদিন আগে উপজেলার কাঁকচিড়া ইউনিয়নের মধ্য বাইনচটকী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন টুটুল। শুক্রবার কাঁকচিড়া ফেরিঘাট সংলগ্ন মাঝের চরে (টুলুর চর) হরিণ দেখতে যাওয়ার পথে নৌকাটি উল্টে যায়। এ সময় ওই নৌকার অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও টুটুল নিখোঁজ হয়।
কাঁকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই উদ্ধার কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরএ