ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
লক্ষ্মীপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বজ্রপাতে রিয়াদ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।   

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমনী মোহন ইউনিয়নের মটবী এলাকায় ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। রিয়াদ ওই এলাকার নুর মোহাম্মদ সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানায়, রিয়াদ ক্ষেতে কাজ করছিল, এমন সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় রিয়াদ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।