শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট বুড়িমারী রেললাইনের হাতিবান্ধা উপজেলার ঘুনটিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাবিনা ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের মমিনুর ইসলামের স্ত্রী।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আখতারুজ্জামান স্বপন বাংলানিউজকে জানান, বিকেলে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সাবিনা। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
হাতিবান্ধা রেল স্টেশন মাস্টার নুরনবী সরকার বাংলানিউজকে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/আরএ