ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাল বৈশাখী ঝড়ে হবিগঞ্জে ৪ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
কাল বৈশাখী ঝড়ে হবিগঞ্জে ৪ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত কাল বৈশাখী ঝড়ে হবিগঞ্জে ৪ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে কাল বৈশাখী ঝড়ে সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় চার শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

শুক্রবার (২১ এপ্রিল) ভোর ও দিনের বিভিন্ন সময় সদর উপজেলার শুকরিপাড়া, নিতাইর ছক, পূর্ব কাটাখালী, কালার ছক, বলায়ের ছক, শরিফপুর ও দরিয়াপুর গ্রামের উপর দিয়ে বয়ে যায় এ ঝড়।

ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় গ্রামগুলোতে বিছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এদিকে, এলাকা পরিদর্শন করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে দুই বান করে ঢেউটিন, নগদ দুই হাজার টাকা ও ১০ কেজি করে প্রতি বাড়ির মধ্যে চাল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।