শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আখতারী জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মীনি মেহেরুনন্নেছা, অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মীনি ইশরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি আলো চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, নাজনীন সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শীপ্রা দাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি