ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১৫ দিনব্যাপী বৈশাখী আনন্দ মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
চাঁদপুরে ১৫ দিনব্যাপী বৈশাখী আনন্দ মেলা শুরু চাঁদপুরে ১৫ দিনব্যাপী বৈশাখী আনন্দ মেলা শুরু

চাঁদপুর: ‘উঠেছে দিগন্ত পাড়ে এক নতুন সূর্য, শেকড়ের টানে প্রাণে জেগে উঠুক বাঙ্গালি’ এ শ্লোগানে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ১৫ দিনব্যাপী বৈশাখী আনন্দ মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আখতারী জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা এ মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খান।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মীনি মেহেরুনন্নেছা, অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মীনি ইশরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি আলো চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, নাজনীন সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শীপ্রা দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।